দেশজুড়ে

সুনামগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালন মিয়া (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনি মারা যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। মারা যাওয়া লালন মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা মৃত খুশিদ মিয়ার ছেলে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ৯ জুন করোনায় আক্রান্ত হন লালন মিয়া। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। পরবর্তীতে করোনা আক্রান্ত হলে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠালে সেখানে দীর্ঘ কয়েকদিন চিকিৎসা নেয়ার পর সোমবার তার মৃত্যু হয়।

এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। যার মধ্যে তিনজন ছাতক উপজেলার এবং জামালগঞ্জ উপজেলার একজন। সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। সুস্থ হয়েছেন ১৯২ জন।

Advertisement

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে পঞ্চম ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক ব্যক্তি মারা যান। তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। সোমবার বিকেলে তার শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে মারা যান।

মোসাইদ রাহাত/এএম/পিআর