জাতীয়

আনসারে করোনা আক্রান্ত ৫৯৫, সুস্থ ৩২৪

মহামারি করোনায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ আনসার সদস্য আক্রান্ত হয়েছেন। এনিয়ে বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯৫ জনে। তবে এখন পর্যন্ত মোট আক্রান্তের ৩২৪ জনই সুস্থ হয়েছেন।

Advertisement

সোমবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করে চলেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি এ বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

Advertisement

তিনি বলেন, সোমবার (২২ জুন) বিকেল ৪টা পর্যন্ত নতুন ১৭ জনসহ মোট ৫৯৫ জন সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৬ জন, ব্যাটালিয়ন আনসার ১৯৩ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৭৪ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৪ জন, বিশেষ আনসার ৩ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ১ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২০২ জন।

এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩২৪ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৪ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯৪ জন, সাধারণ আনসার ২১৯ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন। এ বাহিনীর বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন ১১৬ জন।

করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫২ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীতে মৃত্যুবরণ করেছেন ৩ জন।

Advertisement

জেইউ/এমএফ/পিআর