চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের এন-৯৫ মাস্ক-স্যানিটাইজার জব্দ করেছে র্যাব-৭। এ সময় প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
Advertisement
গ্রেফতার আসামি হলেন- হাটহাজারী উপজেলার নন্দিরহাটের বাসিন্দা মো. আমজাদ হোসেন (৩৪)।
রোববার (২১ জুন) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
তিনি জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরের কিছু অসাধু ব্যবসায়ী নকল হ্যান্ড স্যানিটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রি করে আসছিলো। গোয়েন্দা নজরদারিতে বিষয়টি সম্পর্কে জানার পর তদন্তে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নকল এন-৯৫ মাস্ক অধিক মূল্যে বিক্রির সত্যতা পাওয়া যায়।
Advertisement
মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় আমজাদ হোসেনের কাছ থেকে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান নিম্নমানের এন-৯৫ মাস্ক জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আবু আজাদ/এমএফ/এমকেএইচ