সাহিত্য

মারুফ কবিরের গুচ্ছ কবিতা

ছবির মতন জীবন

Advertisement

সাজানো বাগানের চাইতে এলেমেলো অরণ্য অনেক ভালো, কামনা করিনি কখনো, জীবন থাকুক জ্যামিতির মতন গোছানো।বুনোফুলের গন্ধে হয়েছি মাতাল, জ্যোৎস্না করেছে আমায় উথাল-পাথাল, অরণ্যের বৃক্ষগুলো ছুঁয়েছি যখন; গাণিতিক হারে বেড়েছে প্রেম তখন।ত্রিকোণমিতির মতন খেলেছি এলোমেলো করে জীবন, কিন্তু ঘুরেফিরে সবাই চেয়েছে, আমাকে সাজিয়ে রাখতে জীবন ছবির মতন; পূর্ণিমাকে বাক্সবন্দি করে, স্ফটিকের ফুলদানিতে গন্ধহীন বিদেশি ফুল সাজিয়ে।

****

সূর্য

Advertisement

তোমাদের এই শহরে-এমন করে সূর্য ডোবে?আমি ভাবি আমার যেনমনের মাঝেই সূর্য থাকে!

এসইউ/এমএস