জাতীয়

অক্সিজেনসহ বসুন্ধরার ২ হাজার শয্যার আইসোলেশন চলমান

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই হাজার শয্যার আইসোলেশন সেন্টার চলমান। যেখানে প্রয়োজনীয় সরবরাহ এবং রোগীর প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া হয়।

Advertisement

সোমবার (২২ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও বলেন, ‘আপনাদেরকে আরেকটি তথ্য জানাই, বসুন্ধরা কনভেনসেন সেন্টারে ২ হাজার শয্যার আইসোলেশন সেন্টার চলমান আছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ আছে। সেখানে করোনায় আক্রান্ত যারা আইসোলেশনের জন্য ভর্তি হচ্ছেন, তাদেরকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া যায়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতালে করোনা রোগীদের ভর্তির ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে এ হাসপাতালে করোনা রোগীদের ভর্তি করা হবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে, মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে করোনা রোগী ভর্তির ব্যবস্থা চলমান।’

Advertisement

গত ২৪ ঘণ্টায় ৬২ পিসিআর ল্যাবে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার করা হয়েছে। সেসবের বিস্তারিত তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২৮৭টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি নমুনা। গত ২৪ ঘণ্টায় যা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে তিন হাজার ৪৮০টি। শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত এক হাজার ৫০২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।’

পিডি/এএইচ/পিআর