জাতীয়

চট্টগ্রামে পুলিশ ও চিকিৎকদের সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল

চট্টগ্রামে কর্মরত পুলিশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য সুরক্ষাসামগ্রী দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। রোববার (২১ জুন) প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসার এসব পণ্যসামগ্রী হস্তান্তর করেন।

Advertisement

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এ বি এম আজাদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এসব পণ্য গ্রহণ করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই বিভিন্নভাবে দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এরই অংশ হিসেবে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রামের হাসপাতালে গেটওয়েল ব্র্যান্ডের সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই প্রদান করা হলো।’

তিনি বলেন, পুলিশ সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এ সময় ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাজ করছেন। তাদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Advertisement

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে একটি আইসোলেশন ইউনিট চালু করে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া স্বাস্থ্য অধিদফতর এবং ঢাকা ও ভোলায় ১০টি হাসপাতালে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও করোনার নমুনা সংগ্রহের বুথ প্রদান করেছে প্রাণ-আরএফএল।

অন্যদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটির সময় ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় তিন ধাপে কর্মহীন হয়ে পড়া প্রায় ৬০ হাজার অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।

এসআর/এমকেএইচ

Advertisement