দেশজুড়ে

বেনাপোল-শার্শায় আরও চারজন করোনা রোগী শনাক্ত

যশোরের বেনাপোল ও শার্শা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ চারজনের দেহে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এই চারজনের তিনজনই বেনাপোল রেডজোন ঘোষিত এলাকায় বসবাস করেন।

Advertisement

রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই চারজনের আক্রান্তের রিপোর্ট পাওয়ার কথা জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

আক্রান্তদের একজন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা, অন্য তিনজনের বাড়ি বেনাপোলের কলেজপাড়ার সুমন, দুর্গাপুরের ফারুক আহমেদ ও বড়আঁচড়ার জীবন কুমার।

করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাড়ি ও হাসপাতালের আইসোলেশনে আছেন। ওই এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান ডাক্তার ইউসুফ আলী। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪-এ। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।

Advertisement

ইতোমধ্যে বেনাপোল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর, তিন নম্বর ওয়ার্ড বেনাপোল এবং শার্শা উপজেলার সদর ইউনিয়নের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিণ বুরুজবাগান গ্রামকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।

মো. জামাল হোসেন/জেডএ/জেআইএম