করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের মা মাসুদা খাতুনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
Advertisement
রোববার (২১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের দায়িত্বরত করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
গত মঙ্গলবার (১৬ জুন) করোনার উপসর্গ নিয়ে মাসুদা খাতুনকে রাঙ্গামাটি হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে রাতেই তাকে চম্পকনগরের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ দিকে জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। রোববার ২৭ জনের করোনা শনাক্ত করা হয়। এ দিন সিভাসু থেকে সন্ধ্যায় প্রথম দফায় ৩ জন, দ্বিতীয় দফায় রাতে ২০ জন এবং বিআইডিআইটি থেকে রাতেই ৪ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার তথ্য স্বাস্থ্য বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। রাঙ্গামাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮২ জন।
Advertisement
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় রিপোর্টে করোনা পজিটিভ আসা ৩ জনই ছিলেন বাঘাইছড়ি উপজেলার কৃষি ব্যাংকে কর্মরত। এরপর রাতে আসা সিভাসুর আরেকটি রিপোর্টে রাঙ্গামাটিতে আরও ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ৪ জন জেলা শহরের এবং বাকি ১৬ জন কাপ্তাই উপজেলার। রাতেই বিআইডিআইটি থেকে আরেকটি রিপোর্ট আসে যাতে আরও ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। তারা সবাই জেলা শহরের।
এমএসএইচ