দেশজুড়ে

সিলেট বিভাগে একদিনে আরও ১৪২ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার (২১ জুন) নতুন করে এ বিভাগে আরও ১৪২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ৩১ জন ও সুনামগঞ্জে ১২ জন রয়েছেন।

Advertisement

সিলেট জেলায় নতুন আক্রান্ত ৭৮ জনের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৩ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে ২৫ জনকে শনাক্ত করা হয়েছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেটের ৫৩, হবিগঞ্জের ৬ ও মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে রোববার সুনামগঞ্জ ও সিলেট মিলে ১৯০টির পরীক্ষা করা হলে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে সুনামগঞ্জের ৮৮টি নমুনা পরীক্ষা করে ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আর সিলেটের ১০২টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।

Advertisement

এদিকে ওসমানী মেডিকেলের ল্যাবে শনাক্ত হবিগঞ্জের ৬ জনের মধ্যে চুনারুঘাটের দুজন আর আজমিরীগঞ্জের চারজন রয়েছেন। অন্যদিকে মৌলভীবাজারের ১৩ জনের মধ্যে সদর উপজেলার চারজন, কুলাউড়া উপজেলার একজন, শ্রীমঙ্গল উপজেলার তিনজন, কমলগঞ্জ উপজেলার চারজন এবং জুড়ি উপজেলার একজন।

আর ওসমানী মেডিকেলের সিলেটের শনাক্ত ৫৩ জনের মধ্যে সিলেট সদর উপজেলার ২৯ জন, বিশ্বনাথ উপজেলার পাঁচজন, জকিগঞ্জ উপজেলার চারজন, গোলাপগঞ্জ উপজেলার আটজন, কানাইঘাট উপজেলার ছয়জন এবং ফেঞ্চুগঞ্জে একজন।

এছাড়া ঢাকায় পাঠানো হবিগঞ্জ ও মৌলভীবাজারের পাঠানো নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে হবিগঞ্জ জেলার নতুন ১৫ জন। এ জেলার ওসমানীতে পরীক্ষা করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে হবিগঞ্জে রোববার মোট ২১ জনের করোনা শনাক্ত হলো। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল।

রোববার ঢাকা থেকে নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের ১৮ জনের করোনা শনাক্ত হয় আর সিলেটের ওসমানী মেডিকেলে কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয় আরও ১৩ জনের। এ নিয়ে মৌলভীবাজারে একদিনে মোট ৩১ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Advertisement

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজারে রোববার মোট ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০৫ জনে দাঁড়ালো। এর মধ্যে সিলেটে ১৮৪৬ জন, সুনামগঞ্জে ৮০০ জন, হবিগঞ্জে ৩৬৩ জন ও মৌলভীবাজারে ২৯৬ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। এর মধ্যে ৪৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি তিন জেলার মধ্যে হবিগঞ্জে ৫ জন, সুনামগঞ্জে চারজন ও মৌলভীবাজারে চারজন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছেন আরও ৭২ জন। এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ৬৯৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০০ জন।

ছামির মাহমুদ/এমএসএইচ