মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৩৮৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
Advertisement
রোববার রাত ৯টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। শাহজালাল বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, রিয়াদ থেকে আসা বাংলাদেশিরা স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তাদের কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ নেই। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে বিশ্বব্যাপী আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
Advertisement
এআর/এমএসএইচ