আইন-আদালত

আইনজীবীদের করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য আবেদন

ঢাকার ছয়টি হাসপাতালে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে স্বাস্থ্য অধিদফতরের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য জেলা জজ আদালত এলাকায় করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ বুথ স্থাপন ও পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও আবেদন করা হয়েছে।

Advertisement

রোববার (২১ জুন) ঢাকা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক এইচ এম মাসুম।

আবেদনে বলা হয়েছে, ঢাকা আইনজীবী সমিতি এশিয়ার সর্ববৃহৎ বার। যার বর্তমান সদস্য সংখ্যা ২৫ হাজারের বেশি। বর্তমানে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সমিতির অনেক সদস্য ও তাদের পরিবার আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে সমিতির বেশ কয়েকজন সদস্য চিকিৎসা নিতে না পেয়ে মারা গেছেন।

এ পরিস্থিতিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতাল, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও বারডেম জেনারেল হাসপাতালে ঢাকা বারের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা যাতে চিকিৎসার সুযোগ পায় সে মর্মে নির্দেশনা কামনা করছি।

Advertisement

এছাড়া আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য জেলা জজ আদালত এলাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ বুথ স্থাপন ও পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সদয় মর্জি কামনা করছি।

উল্লেখ্য, ইতেপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও উত্তরার ইস্ট-ওয়েস্ট হাসপাতালে চিকিৎসার অনুমতি প্রদান করা হয়েছে।

জেএ/বিএ/এমএস

Advertisement