বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নারী-শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
Advertisement
রোববার (২১ জুন) সকাল থেকে বিকেলের মধ্যে এ তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন।
ডা. এসএম বাকির হোসেন বলেন, রোববার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৬০ বছরের এক ব্যক্তি। গত ২ জুন থেকে তিনি করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছিল।
রোববার দুপুর দেড়টার দিকে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বহরপুর গ্রামে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার (২১ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট আসেনি।
Advertisement
এর আগে সকালে মারা যান ৪০ বছরের এক নারী। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন এলাকায়। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি তার।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৯ মার্চ থেকে ২১ জুন বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সাইফ আমীন/এএম/এমকেএইচ
Advertisement