রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (২০ জুন সকাল ৮টা থেকে ২১ জন সকাল ৮টা পর্যন্ত) এক হাজার ৮৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৭ জন।
Advertisement
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতাল: কুয়েত মৈত্রী হাসপাতালে ১৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯ জন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, রেলওয়ে হাসপাতালে ১ জন, রিজেন্ট হাসপাতালে ৬ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ৬ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৬৪ জন, মিরপুর লালকুঠি হাসপাতালে ৩ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, এএমডি হাসপাতলে ৮ জন, ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫৭ জন, জাপান ইস্ট-ওয়েস্ট হাসপাতালে ৯ জন সুস্থ হয়েছেন।
এছাড়া ঢাকা বিভাগে ৩৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৫০ জন সুস্থ হয়েছেন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আরও তিন হাজার ৫৩১ জনের দেহে শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৪৬৪ জনে।
Advertisement
রোববার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।
এমইউ/বিএ/এমকেএইচ