বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া সূর্যগ্রহণ সৌদির বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান হতে দেখা যায়। যা সকাল ১০টা পর্যন্ত দৃশ্যমান ছিল। বিশ্ব যখন করোনা মহামারির মহা সংকটের দোরগোড়ায় তখন বিশ্ববাসী চলতি সনের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য অবলোকন করল। সৌদি আরবে আজ দীর্ঘ ৩ মাস পর কারফিউ এবং লকডাউন প্রত্যাহারের প্রথম প্রহর শুরু করল স্থানীয় নাগরিক ও প্রবাসীরা।
Advertisement
মক্কা-মদিনার পবিত্র ভূমি খ্যাত এ দেশটিতে সকল জনসাধারণ অনেক নির্ভয়ে নিজ নিজ কর্মস্থলে ফেরার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই সকাল ৭টার পর হতে দেশটির মসজিদ সমূহে মাইকে ঘোষণা হলো ‘সালাতুল কুসুব’ (সূর্য গ্রহণ) এর নামাজ অনুষ্ঠিত হবে। তখন মুসল্লিদের আনন্দে, অধীর আগ্রহে মসজিদের পানে ছুটতে দেখা গেছে।
অবশ্যই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া প্রটোকল মান্য করে সামজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে দেখা গেছে। যা দেশটির বন্দর নগরী জেদ্দায় এ চিত্র লক্ষ্য করা গেছে।
এছাড়াও সৌদি আরবের প্রধান দুই মসজিদে ‘হারাম’ এবং মসজিদে ‘নববীতে’ও সূর্যগ্রহণের নামাজ আদায় করতে দেখা গেছে। নামজের পর খুৎবা প্রদান করা হয়েছে, খুৎবা শেষান্তে মসজিদের খতিবরা দরদী কণ্ঠে অনেকটা নমনীয় কায়মনো বাক্যে বিশ্ব জগতের প্রভু, দুনিয়া, আখেরাত এবং আরশের মালিক, দয়ার সাগর মহামহিম রাব্বুল আলামিন, আহ্কামুল হাকেমিন, গুনাহগারের তওবা গ্রহণকারী, পাপীদের পাপ ক্ষমাকারী, মহান আল্লাহর কাছে এই সংকটময় পরিস্থিতির নিরসনের জন্য মোনাজাত করা হয়।
Advertisement
এমআরএম/এমএস