ক্যাম্পাস

নিজ বিশ্ববিদ্যালয়ের ১৬০ অসহায় দোকানির পাশে মুশফিক

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দোকানিদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি) ক্যাম্পাসের ১৬০ দোকানির মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ১৫ কেজি চালের সঙ্গে ছিল ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন ও লবণ।

ক্রিকেটার মুশফিকুর রহিমের পক্ষে এই খাদ্য সহায়তা বিতরণের কাজ সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও মুশফিকের এমফিল কোর্সের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক দেবব্রত পাল, মুশফিকের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

করোনাভাইরাসের দুর্যোগকালীন নিজ বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোর অসহায়ত্বের কথা শিক্ষক ড. এটিএম আতিকুর রহমানের মুখে শোনার পরই খাদ্য সহায়তা দেয়ার এই উদ্যোগ নেন বাংলাদেশ দলের এই তারকা ক্রিকেটার।

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৬তম ব্যাচ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মুশফিক। বর্তমানে অধ্যাপক এটিএম আতিকুর রহমানের তত্ত্বাবধানে ‘দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের উদ্ভব ও বিকাশ’ বিষয়ে এমফিল করছেন তিনি।

ফারুক হোসেন/এএম/এমকেএইচ