দেশজুড়ে

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শায়েস্তাগঞ্জ ও গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-শায়েস্তাগঞ্জ:শায়েস্তাগঞ্জে বাস ও টমটমের সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত সমুজ আলীর ছেলে বুলবুল মিয়া (২৮), বাহুবল উপজেলার তগলী গ্রামের মৃত কাছন করের ছেলে বিনা কর (৪) ও মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের জিয়াউর রহমান (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি বাস শায়েস্তাগঞ্জ থানার সামনে যাত্রীবাহী টমটমকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে টমটমে থাকা ৫জন যাত্রী আহত হয়। আহতদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যায়। আহতদের নাম পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এদিকে, গাইবান্ধার পলাশবাড়ীতে ইট বোঝাই ট্রাক্টর চাপায় হেলপার আব্দুল গণি (৪০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের সরকার ফিলিংস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গণি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভাই-ভাই পরিবহন নামের একটি ট্রাক্টর সংযুক্ত ট্রলিতে ইটবোঝাই করে গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ীতে আসছিল। ট্রাক্টরটি পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিনমারী গ্রামের সরকার ফিলিংস্টেশন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় উপরে থাকা হেলপার আব্দুল গণি ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।     কামরুজ্জামান আল রিয়াদ /অমিত দাশ/এসএস/আরআইপি

Advertisement