রাজশাহী বিভাগে করোনা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪৭ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস।
Advertisement
রোববার (২১ জুন) দুপুর পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১৪৬ জনের। এর মধ্যে ১০০ জনই বগুড়ার বাসিন্দা। করোনায় গত একদিনে সেখানে দুইজনের প্রাণ গেছে।
বিভাগের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, প্রতিদিনই বিভাগজুড়ে লাফিয়ে বাড়ছে করেনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪৭ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস।
এর মধ্যে বগুড়ায় প্রাণ গেছে সর্বোচ্চ ৩১ জনের। পাবনায় পাঁচ, নওগাঁয় চার এবং রাজশাহী ও সিরাজগঞ্জে তিনজন করে প্রাণ হারিয়েছে করোনায়। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে রোববার দুপুর পর্যন্ত করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
Advertisement
সবশেষ রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান আইজ উদ্দিন (৭২) নামে এক ব্যক্তি। নগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ করোনায় মারা গেছেন কি-না তা জানা যাবে সোমবার।
ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য আরও বলেন, এ পর্যন্ত বগুড়ায় সবচেয়ে বেশি দুই হাজার ৮৫ জনের করোনা ধরা পড়েছে। পাশাপাশি পাবনায় ২৭০, সিরাজগঞ্জে ২৬১, জয়পুরহাটে ২৫৩, নওগাঁয় ২৩৯, রাজশাহীতে ২৩৭, নাটোরে ১৩৫ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১৭ জন। এর মধ্যে বগুড়ায় ২১৫, নওগাঁয় ১৬১, জয়পুরহাটে ১৩৬, রাজশাহীতে ৫৬, নাটোরে ৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৫৩, পাবনায় ২৫ এবং সিরাজগঞ্জে ১৭ জন। বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৭ জন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ সংক্রমিত হচ্ছে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চালার প্রতি জোর দিতে হবে। বিশেষ করে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস