দেশজুড়ে

কক্সবাজারে লকডাউন বাড়ল ৩০ জুন পর্যন্ত

কক্সবাজারে তৃতীয় মেয়াদে আরও ১০ দিন লকডাউন বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউনের সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

Advertisement

এর আগে করোনা মোকাবিলায় কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে ৬ জুন হতে ২০ জুন পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়। শনিবার রাত ১২টায় সেই মেয়াদ শেষ হয়েছে। লকডাউনের নির্ধারিত এ দিনগুলোতে করোনার সংক্রমণ আনুপাতিক হারে কমে আসে। ফলে করোনা নিয়ন্ত্রণে জেলা সিভিল সার্জনের আবেদনের প্রেক্ষিতে আরও ১০ দিন মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলা প্রশাসন গত ৬ জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম ‘রেড জোন’ ঘোষণা করে ১৪ দিনের জন্য দ্বিতীয় মেয়াদে লকডাউন করে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী শনিবার ছিল লকডাউনের শেষ দিন। কিন্তু কক্সবাজারে দিন দিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলছে।

শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৯১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। মৃতদের মধ্যে কক্সবাজার সদরে ১৭ জন রয়েছে। আর গত ২০ দিনেই আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদকাল আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ঘোষিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ কার্যকর ও অধিকতর দক্ষতার সাথে নিয়ন্ত্রণে লক্ষ্যে কক্সবাজারের সিভিল সার্জন কর্তৃক ২০ জুন পাঠানো পত্রের অনুরোধের প্রেক্ষিতে ও সার্বিক বিবেচনায় কক্সবাজার পৌরসভায় লকডাউন আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। লকডাউনের বর্ধিত মেয়াদকালে আগের মতই দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলের নিষেধাজ্ঞাসহ অন্যান্য শর্তাবলী পালন হবে। এছাড়া লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ আগের মতো দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

এদিকে, কক্সবাজার পৌর এলাকা ছাড়াও গত ৭ জুন চকরিয়া পৌর এলাকা ও ডুলহাজারা ইউনিয়ন, টেকনাফ পৌর এলাকা এবং উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের আশপাশের ৩ টি ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং স্টেশনের আশপাশের এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। পরে ৮ জুন লকডাউন করা হয় উখিয়া উপজেলা সদর স্টেশনের আশপাশের ৩টি ওয়ার্ড। জেলায় ফের লকডাউন করা এসব এলাকার লকডাউনের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে কিনা তা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানান ডিসি।

সায়ীদ আলমগীর/এমএসএইচ

Advertisement