দেশজুড়ে

খাগড়াছড়িতে মৃত আনসার সদস্য করোনা আক্রান্ত ছিলেন

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সাত দিন পর শনিবার (২০ জুন) তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

Advertisement

খাগড়াছড়িতে করোনাভাইরাসে এটাই প্রথম মৃত্যু। মৃত আনসার সদস্য মো. মফিজুল ইসলাম (৫০) খাগড়াছড়ির কুমিল্লা টিলার ৩৭ নং আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১২ জুন সন্ধ্যায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হন আনসার সদস্য মফিজুর ইসলাম। এ সময় করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন ১৩ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইসোলেশন ওয়ার্ডে মৃত আনসার সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার তার করোনা পজিটিভ রির্পোট আসে।

এর আগেও শ্বাসকষ্ট নিয়ে আনসার সদস্য মো. মফিজুল ইসলাম একাধিকবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

Advertisement

খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত ১ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ১৩৪ জনের। খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৫ জনে। ইতোমধ্যে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

মুজিবুর রহমান ভুইয়া/এমএসএইচ