দেশজুড়ে

পটুয়াখালীতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩

পটুয়াখালীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও দুজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

Advertisement

শনিবার (২০ জুন) রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১৯ জুন) বাউফলের বগা এলাকার বাসিন্দা জয়নাল (৬৩) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। শনিবার তার মৃত্যু হয়েছে। এছাড়া গত ১৪ জুন বাউফল দাস পাড়া ইউনিয়নের খাঁজুরবুনিয়া গ্রাম এলাকার বাসিন্দা জালাল উদ্দীনের (৯০) নমুনা সংগ্রহ করা হয়। তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। শনিবার বিকেলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

ডা. জাহাঙ্গীর আলম শিপন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। এছাড়া এ পর্যন্ত ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

Advertisement

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ