চমৎকার একজন অভিনেতার নাম আনিসুর রহমান মিলন। নিজেকে তিনি প্রমাণ করেছেন শত চরিত্রে বহুবার। তাকে ছোট পর্দার পাশপাশি বাজিমাত করতে দেখা গেছে রুপালি পর্দাতেও। তা সেই নায়ক হয়েও যেমন, খলনায়ক হয়েও তেমনি লা-জওয়াব! গেল শুক্রবার ২৩ অক্টোবর ৫১টি সিনেমা হলে চলছে মিলনের নতুন ছবি ‘ভালোবাসার গল্প’। অনন্য মামুনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে মুনিয়া আফরিনের। জানা গেছে, এখন পর্যন্ত হলে হলে ছবিটির দর্শক রেসপন্স বেশ ভালো। মজার ব্যাপার হলো বরাবরই তারকার খ্যাতি মিলনকে বদলে দেয়নি। বরং তিনি আরো বেশি প্রতিশ্রুতিশীল হয়ে কাজ করে চলেছেন দুই পর্দাতেই। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ‘টিপু সুলতান’ নামের একটি ধারবাহিকে কাজ শুরু করেছেন তিনি। হিরণ জামানের পরিচালনায় এই নাটকে নাম ভূমিকায় দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। এখানে টিপু সুলতানকে শাসনকর্তার পরিবর্তে অনেকটা রবিনহুডের স্বভাবেই দেখতে পাবেন দর্শকরা। পরিচালক জনান, নাটকের টিপু সুলতান একটি সন্ত্রাসী দলের হোতা। গরীবদের উপকারে ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে পড়েন অত্যাচারীদের ওপরও। সম্পদ ছিনিয়ে এনে অভাবীদের মাঝে বিলিয়ে দেন। ফলে এলাকায় একশ্রেণীর কাছে তিনি যেমন মহানুভব, অন্য শ্রেণীর কাছে আবার ত্রাস। এলাকাবাসীর কাছে সে কেবলই একটা নাম। কেউ তাকে চেনে না। বের হয় রাতের আঁধারে। মুখ ঢাকা থাকে। দিনে কিন্তু সে স্বাভাবিক চরিত্র নিয়ে ঘুরে বেড়ায়। মানুষের জীবনযাপন দেখে।পরিচালকেরই চিত্রনাট্য নিয়ে ঢাকার অদূরে গাজীপুরের পুবাইলে ধারাবাহিকটির দৃশ্যধারণ চলছে। এতে মিলনের সাথে আরো অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, চাঁদনী, অপর্ণা ঘোষ, শামীমা তুষ্টি, সাবেরী আলম, আখম হাসান, আল মামুন প্রমুখ।নাটকটি শিগগিরই কোনো একটা বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলেও জানালেন হিরণ।এলএ/আরআইপি
Advertisement