আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের ছয় কর্মী করোনায় আক্রান্ত

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভের মধ্যেই এমন এক শহরে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী সমাবেশের ঘোষণা দিয়েছিলেন যা নিয়ে সমালোচনা শুরু হয়। পরে একদিন পিছিয়ে শনিবার সেই প্রচারণার দিন নির্ধারণ করেন ট্রাম্প। তার সেই প্রচারণা দলের ছয় কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ট্রাম্পের ওই প্রচারণা দলে যোগ দেওয়া ছয় জন কর্মী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন বলে তার প্রচরণা দলের যোগাযোগ পরিচালক টিম মাটুরাগ এক বিবৃতিতে জানিয়েছেন। তিনি বলেছেন, তাৎক্ষণিকভাবে আক্রান্তদের কোয়ারেন্টাইন করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ওই সমাবেশে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেওয়ার কথা ট্রাম্পের। তার আগে প্রচারণা দলের ছয় কর্মীর করোনায় আক্রান্তের খবর এলো। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের কর্মকর্তারা জানিয়েছেন, ওই সমাবেশে যারা অংশ নিচ্ছেন নিরাপত্তা তল্লাশি পার হওয়ার পূর্বে তাদের সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে।

করোনা মহামারির মধ্যে ট্রাম্প তার ওই নির্বাচনী প্রচারণা ফের শুরুর ঘোষণা দিলে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। অথচ ওকলাহোমা রাজ্যে করোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে। বিশেষ করে শুধু তুলসাতেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৬ জন; যা রাজ্যটির যে কোনো কাউন্টির মধ্যে সর্বোচ্চ।

Advertisement

১৯ জুন তুলসা শহরে সমাবেশের ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। বিভিন্ন মহলের মানুষ তার সমালোচনা শুরু করেন। অবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ১৯ জুন তার নির্ধারিত সমাবেশটি হচ্ছে না। ওই সমাবেশ হবে পরদিন ২০ জুন শনিবার। এবার সেখানো করোনার সংক্রমণ ধরা পড়লো।

একশো বছর আগে শ্বেতাঙ্গদের হাতে কৃষ্ণাঙ্গরা নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তুলসা শহরে। শুধু তাই নয় ১৯ জুন অন্য কারণেও গুরুত্বপূর্ণ। ১৮৬৫ সালের এইদিনে যুক্তরাষ্ট্র থেকে দাসপ্রথা বিলোপের ঘোষণা দেন তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন।

১৯২১ সালে ওই তুলসা শহরের কট্টর শ্রেষ্ঠত্ববাদী শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের হত্যা করে। তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া ছাড়াও হামলা ও লুটপাট চালায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী বর্ণবাদী সহিংসতা হিসেবে বিবেচিত হয়। এমন দিনে সমাবেশ আয়োজন করায় চটে বিক্ষোভকারীরা।

এছাড়া দাসপ্রথা বিলোপের মতো ঐতিহাসিক কারণে যুক্তরাষ্ট্রে ১৯ জুন দিনটি স্মরণীয় করে রাখতে ‌‘জুনটেনথ’ নামে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ট্রাম্প গত ১০ জুন ঘোষণা দেন, আগামী ১৯ জুন তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ নির্বাচনী সমাবেশ শুরু হবে তুলসা থেকে। এরপরই শুরু হয় ব্যাপক প্রতিবাদ।

Advertisement

এসএ