জাতীয়

আরও ১৭ আনসার সদস্য করোনায় আক্রান্ত, মোট ৫৫৫

আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে আরও ১৭ আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫৫ জনে। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৮ জন।

Advertisement

শনিবার (২০ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাযুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

রেবিন বলেন, শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ৫৫৫ জন সদস্য আক্রান্ত হলেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৬ জন, ব্যাটালিয়ন আনসার ১৭৬ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৫৪ জন, কর্মচারী ২ জন, ভিডিপি সদস্য ৩ জন, বিশেষ আনসার ৩ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা একজন, পাচক একজন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ১৭৬ জন।

Advertisement

তবে এ বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক। এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩১৮ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৭ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯০ জন, সাধারণ আনসার ২১৭ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৫ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন সদস্য।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মে আব্দুল মজিদ, গত ৮ জুন আব্দুস সোবহান ও মো. আব্দুর রউফ (৫৫) নামে তিন আনসার সদস্য প্রাণ হারিয়েছেন।

জেইউ/বিএ/জেআইএম

Advertisement