মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের রায় বাস্তবায়নে যা যা প্রয়োজন তা সরকার করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ সময় মীর কাসেম আলীর রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।তিনি সাংবাদিকদের আরও বলেন, আইন বিভাগ স্বাধীন। প্রসিকিউশনে যারা ছিলেন তাদের থেকে যতটুকু শুনেছি তাতে বলা যায়, যথেষ্ট স্বচ্ছ ভিত্তির উপর দাঁড়িয়েই এ রায় প্রদান করা হয়েছে।উল্লেখ্য, মীর কাসেম আলীর বিরুদ্ধে আনীত অভিযোগের ১৪টির মধ্যে ১০টি প্রমাণিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রবিবার তার ফাঁসির রায় ঘোষণা করেন।
Advertisement