আন্তর্জাতিক

বোমা হামলার ঘটনা গ্রহণযোগ্য নয় : রবার্ট গিবসন

বোমা হামলার ঘটনা গ্রহণযোগ্য নয় : রবার্ট গিবসন

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় বোমা হামলার মতো সহিংস ঘটনাকে কোনোভাবেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। আজ শনিবার তিনি তার টুইটারে এ কথা লিখেছেন।টুইটারে তিনি লিখেছেন, আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের শোভাযাত্রায় এ হামলার ঘটনায় আমি আতঙ্কিত। এ ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।শুক্রবার দিবাগত রাত আড়াই দিকে হোসনি দালান এলাকায়  বোমা হামলায় সানজু এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসনি দালানে আসেন নগরীর বিভিন্ন এলাকার মানুষ। এদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ভুক্ত। হযরত মুহাম্মদ (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসাইনের (রা.) শহীদ হওয়ার দিনকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকে।জেডএইচ/আরআইপি

Advertisement