মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে আজ ২০ জুন পর্যন্ত মোট মৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জন। মৃত্যুবরণকারী মোট রোগীর পরিসংখ্যানে দেখা গেছে, দেশের বিভিন্ন বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪৯০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
Advertisement
তবে মৃত্যুর পরিসংখ্যানে রাজধানীকে ছাড়িয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। মাত্র কিছুদিন আগেও ঢাকায় মৃতের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে রাজধানীতে মৃত রোগীর সংখ্যা ৩৭২ জন, অপরদিকে চট্টগ্রাম বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৫ জন। দ্রুততম সময়ে চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগের ৪৮ জন, রংপুর বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগের ৪১ জন এবং সিলেট বিভাগের ৫৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে, গত ২১ জানুয়ারি দেশে প্রথম করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম কোনো রোগীর মৃত্যু হয়।
Advertisement
এমইউ/এমআরএম/জেআইএম