আন্তর্জাতিক

পাকিস্তানে সর্বোচ্চ মৃত্যুর দিনে আন্তর্জাতিক ফ্লাইট চালু

পাকিস্তানে করোনাভাইরাসে যখন একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে সেদিনই দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত ১৫৩ জনের প্রাণহানির মাঝে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচল শুরুর কথা জানানো হয়েছে সরকারি এক বিবৃতিতে।

Advertisement

দেশটিতে করোনার প্রকোপ ভয়াবহ মাত্রায় বাড়তে থাকায় অনেক শহরের হাসপাতালে শয্যা পাচ্ছেন না রোগীরা। কোভিড-১৯ রোগীতে পরিপূর্ণ হাসপাতাল থেকে ফেরত পাঠানো হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৮২ জন।

দক্ষিণ এশিয়ার ২২ কোটি মানুষের এই দেশটিতে আইসিইউ শয্যা ৩ হাজারেরও কম। করোনায় বিপর্যস্ত দেশের বেশ কিছু অঞ্চলে ইতোমধ্যে ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। করোনার লাগাম টানতে দেশটির সরকার ৮ শতাধিক আবাসিক ও বাণিজ্যিক এলাকা বন্ধ করে দিয়েছে।

মেডিক্যাল কর্মকর্তা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা কঠোর লকডাউন আরোপের আহ্বান জানালেও পাকিস্তান সরকার তা প্রত্যাখ্যান করেছে।

Advertisement

এদিকে, করোনায় সংক্রমণ এবং মৃত্যু যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন দেশটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর শনিবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র আব্দুল সাত্তার খোখার বলেছেন, ২০ জুন পাকিস্তানের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের অনুমোদন দিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি ও স্বাস্থ্য বিধি মূল্যায়ন করে এই সিদ্ধান্তে নতুন নতুন শর্ত যুক্ত হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা, ডন।

এসআইএস/জেআইএম

Advertisement