জাতীয়

করোনা আক্রান্ত কর্মীদের সহায়তায় স্বাস্থ্যসেবা বিভাগের টিম গঠন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা/কর্মচারীদেরকে সহযোগিতার জন্য জন্য ৯ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকছেন যুগ্মসচিব (প্রশাসন) বেগম শাহিনা খাতুন।

Advertisement

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম, উপসচিব পার-২ বেগম শারমিন আক্তার জাহান, সিনিয়র সহকারী সচিব (প্রবা-২) এস এম জাহাঙ্গীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (পার-১) মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা (জনস্বাস্থ্য-২) মো. কামরুজ্জামান সোহাগ, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ এর ব্যক্তিগত কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন-৪) মো. আল আমিন এবং অফিস সহায়ক (প্রশাসন-১) মো. রুহুল আমিন।

এ কুইক রেসপন্স টিমের মূল কাজ হলো- স্বাস্থ্য সেবা বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে টিম তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসা ও অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। আক্রান্তদের তথ্য সংগ্রহ পূর্বক প্রতিদিন প্রতিবেদন আকারে অতিরিক্ত সচিবের (অভ্যন্তরীণ প্রশাসন ও শৃঙ্খলা) কাছে জমা দেবেন।

গত ১৭ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কুইক রেসপন্স টিম গঠনের কথা উল্লেখ করা হয়।

Advertisement

এমইউ/এফআর/এমএস