করোনাযুদ্ধে শহীদ জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ।
Advertisement
শুক্রবার (১৯ জুন) টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অদৃশ্য শত্রু করোনার বিরূদ্ধে মুখোমুখি যুদ্ধ করছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সম্মুখ যোদ্ধারা। পুরো বিশ্বকে পাল্টে দিলেও প্রাণঘাতী এ ভাইরোসের ভয়ে দমে যায়নি ভয় জয় করা সম্মুখ যোদ্ধারা। ইতোমধ্যে দেশের ৪২ জন মেধাবী চিকিৎসকের জীবন কেড়ে নিয়েছে এই অদৃশ্য শত্রু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একের পর এক অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তরুণ চিকিৎসকেরা জাতিকে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। তবুও চিকিৎসকরা অমিত সাহসী বীরদের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা জাতীয় বীর। শহীদ বন্ধুদের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি আমরা। করোনাযুদ্ধে শহীদ, সামনের সারিতে লড়াই করছেন এমন অন্যান্য পেশাজীবীদের কীর্তিও স্মরণ করেছে কারিগরি পরামর্শক কমিটি।
কোভিড-১৯ সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশের ১৩ শতাধিক নাগরিক প্রাণ দিয়েছেন। তাদেরও আত্মার শান্তি কামনা করেন এ কমিটি।
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপুল সংখ্যক চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, পেশাজীবী এবং দেশের লক্ষাধিক মানুষ কোভিড-১৯ সংক্রমিত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছেন। টেকনিক্যাল কমিটির সদস্যরা তাদের আশু রোগমুক্তি কামনা করেন।
চিকিৎসক ও সকল সম্মুখ যোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা আসুন, আমরা আরও সাহসী হই। প্রয়াত বীরদের জন্য নিবেদিত শ্রদ্ধার্ঘ্য অন্তরে ধারণ করে, শোককে শক্তিতে পরিণত করি। আসুন জাতির সেবায় নিজেদের উৎসর্গ করি।’
এমইউ/এমএফ/এমএস
Advertisement