রোগী নিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় পাহাড়ি সড়কে অপহরণের শিকার ৩ জনকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে ঈদগড়ের হিমছড়ি পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার একই সময়ে তারা অপহরণের শিকার হন বলে পরিবার থেকে দাবি করা হয়।রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জাগো নিউজকে জানান, তারা অপহরণ হয়েছে এমন খবর পাওয়ার পর থেকে পুলিশি অভিযান অব্যাহত ছিল। শনিবার ভোরে তারা পাহাড়ের একটি স্থানে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় পাহাড়ের ভেতর রশিতে বাঁধা অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করা হয় বলে দাবি করেন ওসি। তবে অপহরণকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।অপহৃতরা হলেন, পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জামায়াত নেতা আবু তৈয়ব (৩৮), ব্যবসায়ী আবু বক্কর (২৮) ও তার বন্ধু শাহ আলম (৩৬)। তারা বর্তমানে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের হেফাজতে রয়েছেন।আবু তৈয়বের স্ত্রী বর্তমান ইউপি সদস্য আয়েশা ছিদ্দিকা জাগো নিউজকে বলেন, অপহৃত আবু বক্করের বাবা অসুস্থ আবুল ফজলকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফিরছিলেন ৫ জন। তাদের বহনকারী গাড়িটি (চট্ট মেট্রো-ক-১১-৫৫৩৩) ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌঁছালে গাড়ির গতিরোধ করে ১০-১২ জনের একটি অস্ত্রধারী দল। এরপর রোগী ও চালককে রেখে তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা তাদের ছাড়তে ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান তিনি।ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, অপহরণের খবরের পর থেকে রামু থানা, ঈদগড় পুলিশ ফাঁড়ি, পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি থানা পুলিশসহ স্থানীয়রা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। পালাতে না পেরে অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে বলে মনে করছেন এ পুলিশ কর্মকর্তা।সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি
Advertisement