করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আইনজীবী সমিতি (বার) ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট শেখ নাসির উদ্দিন আহমেদ (৭২) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Advertisement
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর রিজেন্ট ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মানিক জানান, শেখ নাসির করোনা পজিটিভ নিয়ে গত ৯ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মরহুমের স্ত্রীও করোনায় আক্রান্ত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
Advertisement
শেখ নাসিরের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর থানার আমঝুপি গ্রামে। তিনি ঢাকায় গ্রিন রোডে বসবাস করতেন।
১৯৮৬ সালের ১৮ মার্চ আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে একই সালের ৩ নভেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করেন শেখ নাসির।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।
করোনায় আক্রান্ত হয়ে এর আগে আরও পাঁচ আইনজীবী মারা গেছেন।
Advertisement
এফএইচ/এসআর