করোনা থেকে আরোগ্য কিংবা ভাইরাসটি প্রতিরোধ করতে পারে এমন ওষুধ বা টিকা এখনো আবিষ্কার হয়নি। তবে উপসর্গ বিবেচনায় কিছু ওষুধ কাজ করছে বলে দেখা যাচ্ছে গবেষণালব্ধ ফলাফলে। তবে ভাইরাসটির সংক্রমণ রোধে অন্যতম আশার দিক হলো অ্যান্ডিবডি তৈরি। তবে এ নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।
Advertisement
মূলত কোনো রোগকে যদি মানুষের মধ্যে থাকা রোগ প্রতিরোধ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে দিতে পারে তখন ওই ব্যক্তির শরীরে রোগটি প্রতিরোধে সক্ষম অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন, করোনায় আক্রান্ত সব রোগীর দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না।
গবেষকরা বলছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর যারা গুরুতর অবস্থায় পড়েছেন কিংবা স্পষ্টভাবে যাদের দেহে উপসর্গ দেখা দিয়েছে, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে যাদের শরীরে সেভাবে উপসর্গ দেখা দেয়নি বা হালকা উপসর্গ দেখা দেওয়ার পর তা সেরে গেছে, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি নাও হতে পারে।
গবেষকরা বলছেন, মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষামূলক অ্যান্টিবডি মানুষের শরীরে তৈরির সম্ভাবনা খুবই কম।
Advertisement
এসএ