দেশজুড়ে

সুবর্ণচরের ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল হাসান। শুক্রবার (১৯ জুন) বিকেলে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়লা সুলতানা ঝুমা। তিনি বলেন, শুক্রবার বিকেলে আসা নমুনা পরীক্ষার ফলাফলে ইউএনওসহ আরও চারজনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ জনে দাঁড়াল।

ইউএনও ইবনুল হাসান বলেন, বর্তমানে আমি সুস্থ আছি। ফলাফল পজিটিভ আসার পর থেকে হোম আইসোলেশনে আছি আমি।

মিজানুর রহমান/এএম/এসআর

Advertisement