এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
Advertisement
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন চেয়ারম্যান গোলাম সারওয়ার। এর আগে ১৫ জুন কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই আবদুল হামিদ করোনাভাইরাসে আক্রান্ত হন।
শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসায় গোলাম সারওয়ার বর্তমানে লালমাই রেডিও স্টেশনের অদূরে দুতিয়াপুরস্থ বাসায় হোম আইসোলেশনে আছেন। বড় ধরনের কোনো উপসর্গ ছাড়াই তিনি সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সোমবার (১৫ জুন) রাতে অর্থমন্ত্রীর বড় ভাই আবদুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তিনিও সুস্থ আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তবে অর্থমন্ত্রীর দুই ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসায় পরিবারের আরও কিছু সদস্যের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়েছে। ফলাফলের বিষয়ে কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
Advertisement
রোববার (১৪ জুন) চেয়ারম্যান গোলাম সারওয়ারের সরকারি গাড়িচালক আবদুর রাজ্জাকের করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানসহ তাদের বাড়ির সাত সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। রাতেই জানানো হয় আবদুল হামিদের করোনা পজিটিভ। এরপর তাকে হোম আইসোলেশনে রাখা হয়। শুক্রবার গোলাম সারওয়ারের করোনা শনাক্ত হলো।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম