আন্তর্জাতিক

বেনগাজি হামলায় হিলারিকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

লিবিয়ার বেনগাজি হামলা ও চার মার্কিনি নিহত হওয়ার ঘটনায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলো যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে। বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের ক্যাপিটাল হিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার বাছাই কমিটি (সিলেক্ট কমিটি) তাকে জিজ্ঞাসাবাদ করে।বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, জেরায় সিলেক্ট কমিটি বেনগাজিতে কূটনৈতিক নিরাপত্তা নিশ্চিতে হিলারির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ প্রতিষ্ঠা করতে পারেনি। হামলার সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।হিলারি তার বিরুদ্ধে সমালোচনা দৃঢ়ভাবে মোকাবেলা করে বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমার সুনাম ক্ষুণ্ণ করতেই পুনরায় সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে। সেই সঙ্গে বেনগাজি হামলার দায় আবারো নিজের কাঁধে তুলে নিয়ে তিনি বলেন, বেনগাজিতে সেদিন যা ঘটেছে, তার দায়ভার আমার এবং নিহত ওই চারজনের আত্মত্যাগকে সম্মান জানাতেই আমি এখানে এসেছি।কংগ্রেস কমিটির চেয়ারম্যান কেরি গোডির প্রশ্নের মুখে হিলারি বলেন, বিশ্বের বিপদজনক দেশগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের প্রতিনিধিত্ব করতে হয়। এজন্য ঝুঁকি থেকেই যায়।এ বিষয়ে রিপাবলিকার অধ্যুষিত কংগ্রেসে দ্বিতীয় দফায় শুনানি হলো। কংগ্রেসে এ হামলার ঘটনায় সাতবার তদন্ত হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর বেনগাজির ওই সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনস ও অন্য তিন স্টাফ নিহত হন।জেডএইচ/আরআইপি

Advertisement