সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪১৬১৫ জন এ ভাইরাসে আক্রান্ত রয়েছে। আজ আক্রান্তের মধ্যে কোনো সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্সি নেই৷ তবে একজন কারাগারের বন্দি রয়েছেন৷
Advertisement
১৯ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৫ জুন দেশটির চাঙ্গী প্রিজন কমপ্লেক্সে ভর্তির পর থেকে সাধারণ বন্দিদের কাছ থেকে আলাদা আছেন এবং করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে ১৮ জুন ৭৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৩২৭১২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে।
আরও ১০ জনের মৃত্যু হয়েছে যাদের করোনাভাইরাস পজিটিভ ছিল। তবে তাদের মৃত্যু করোনায় নয় বলে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়া গেছে।
Advertisement
জানা গেছে, এখনও হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছে৷ তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৮৯৯৫ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য সরিয়ে
এমআরএম