করোনাভাইরাসে আক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও তার স্ত্রীকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম ছাড়ে বলে জাগো নিউজকে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে রানা দাশগুপ্ত নিজেই ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি জানান।
রানা দাশগুপ্ত বলেন, ‘গত চার থেকে পাঁচদিন ধরে অনেক জ্বর ও গলাব্যথা ছিল। এরপর গত ১৫ জুন ইমপেরিয়াল হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। গতকাল রাত ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আমার এবং আমার স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে চিকিৎসা নেয়ার সিন্ধান্ত নিয়েছি। তবে পুরোপুরি চিকিৎসা নেয়ার জন্য আমরা ঢাকায় চলে যাব।’
Advertisement
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চট্টগ্রামের বেসরকারি মেডিকেল সেন্টারে কর্তৃপক্ষ।
আবু আজাদ/বিএ