জাতীয়

করোনায় মৃতদের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে দোয়া কাল

সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সব সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদে এ কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮২ হাজার কেন্দ্রে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এমইউ/এফআর/জেআইএম