গণমাধ্যম

জাগো নিউজে করোনাযোদ্ধাদের গল্প

‘ফাইটার্স ফ্যামেলি’ নামে কোভিড-১৯ এ বিশেষ সেবাদানকারী সম্মুখযোদ্ধাদের নিয়ে অনুপ্রেরণামূলক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল জাগো নিউজ। যেখানে উঠে আসবে করোনাভাইরাসের এ দুর্যোগে সামনে থেকে কাজ করা যোদ্ধাদের নিজের ও পরিবারের গল্প। অনুষ্ঠানটি জাগো নিউজের ওয়েবসাইটসহ অনলাইন প্লাটফর্মগুলোতে প্রচার করা হবে।

Advertisement

ডা. সানজিদা হোসেইন পাপিয়া এবং ডা. সাকলায়েন রাসেলের উপস্থাপনায় এই আয়োজনে অতিথি হিসেবে থাকবেন ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংবাদকর্মীসহ কোভিড সম্মুখযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. প্রফেসর সাইদা আনোয়ার এবং তার পরিবারের সদস্যরা।

প্রতি শুক্র ও মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উই ডু ক্রিয়েশনের নির্মাণে ২০ পর্বের অনুষ্ঠানটি শিগগিরই দেখতে পাবেন Jagonews.24 এর Online প্লাটফর্মে। এছাড়া জাগো নিউজের ফেসবুক পেজইউটিউব চ্যানেলেও বিশেষ এ আয়োজনটি দেখতে পাবেন পাঠকরা।

এ অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াকুদের কর্ম উদ্যোগ, পরিবার থেকে বিচ্ছিন্নভাবে জীবনযাপন, যোদ্ধাদের নিয়ে পরিবারের দুঃস্বপ্ন, আতঙ্কসহ এই সময়ে তাদের সম্পর্কের নানা রকম গল্প তুলে ধরা হবে।

Advertisement

এফআর/এমকেএইচ