জাতীয়

তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণ : হতাহতের আশঙ্কা

রাজধানীতে মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মিছিল হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।এদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশ। এছাড়া আশেপাশের হাসপাতালগুলোতে প্রায় অর্ধশত আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালগুলো সূত্রে জানা গেছে।চকবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ২টার দিকে হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৩টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২ টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।এঘটনায় কমপক্ষে ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক।মহররমের তাজিয়া মিছিল উপলক্ষে প্রতিবছরই ১০ই মহররম রাত থেকে তাজিয়া মিছিল বের হয়। উপলক্ষ্যই শনিবার রাত আড়াইটায় হোসনি দালান থেকে বড় তাজিয়া মিছিল বের হওয়াও প্রস্তুতি চলছিল। এসময়ই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জেইউ/এআর/এসএইচএস

Advertisement