ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮জু) সকাল ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
Advertisement
শিকিক্ষা মাকসুদা জাহান মুর্শিদি গফরগাঁও উপজেলার মুখী সোনাতলা গ্রামের বাসিন্দা। তিনি মুখী মুমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষিকার মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ সিভিল সার্জন একেএম মশিউল আলম।
তিনি বলেন, ওই শিক্ষিকা করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ এসকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
Advertisement
এফএ/এমকেএইচ