দেশজুড়ে

করোনা আক্রান্ত ফেনীর সিভিল সার্জনকে ঢাকায় প্রেরণ

করোনাভাইরাসে আক্রান্ত ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেনকে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে ঢাকায় নেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স রাজধানীর আসগর আলী হাসপাতালের উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী।

তিনি জানান, অক্সিজেন স্যাচুরেশন কাজ না করায় ডা. মো. সাজ্জাদ হোসেনের অবস্থার অবনতি হচ্ছিল। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ঢাকায় স্থানান্তর করা হয়।

জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, গত শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ডা. সাজ্জাদ হোসেনের করোনা শনাক্ত হয়। সেদিন থেকে তিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। পরে শ্বাসকষ্ট অনুভব করলে রোববার দুপুরে হাসপাতালের চারতলার আইসোলেশনে ভর্তি হন তিনি।

Advertisement

এ পর্যন্ত ফেনীতে করোনা শনাক্ত ৬৪৫ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৪৩ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১৩৪ জন, ছাগলনাইয়ায় ৮৯ জন, ফুলগাজী ৩৫ জন ও পরশুরামে ৩১ জন এবং ফেনীর বাইরের অন্যান্য উপজেলার ১১ জন। সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ১৩৫ করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ