‘রেড জোন’ কক্সবাজারে করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা পুলিশের ৬৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।
Advertisement
বিষয়টি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এ পর্যন্ত (১৭ জুন) কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ বাহিনীর ৬৯ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। এখনও অসংখ্য পুলিশ সদস্যের পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। দেড় শতাধিক সদস্যকে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ তিনজনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্যই তাদের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে আছে।’
পুলিশ সুপার আরও লিখেছেন, ‘এত ঝুঁকির মধ্যেও অপরাধ নিয়ন্ত্রণ ও লকডাউন বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। সদস্যদের মনোবল চাঙা রাখতে এবং তাদের কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্রে উন্নত খাবার সরবরাহসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। আমাদের নিজস্ব সরকারি অ্যাম্বুলেন্সের পাশাপাশি শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য একটি উন্নতমানের অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। কক্সবাজারে কর্মরত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে সংসদ সদস্যরা আমাদের সদস্যদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, করোনাকালে জনগণকে মানবিক সেবা দিতে গিয়ে কক্সবাজার জেলা পুলিশের ৬৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার পর্যন্ত সর্বশেষ রিপোর্টে কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামানের করোনা পজিটিভ এসেছে। বাকি অনেক সদস্যদের রিপোর্ট এখনও হাতে আসেনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া জেলা পুলিশের সব সদস্যের সুস্থতার জন্য দোয়া সবার কাছে দোয়া চাই।
Advertisement
সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ