আইন-আদালত

সুপ্রিমকোর্টে অভিযোগ-পরামর্শ বক্স স্থাপন

বিচারপ্রার্থীদের আইনি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং দাফতরিক ও বিচারিক সেবার মানোন্নয়নে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগ-পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে। প্রধান বিচারতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা দ্বায়িত্ব গ্রহণ করার পর প্রায় তিন মাস হল এই বক্স স্থাপন করা হয়েছে বলে জানান সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম। জাগো নিউজকে তিনি বলেন, সাদা রঙ্গের স্বচ্ছ বক্সটি প্রায় তিন মাস ধরে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের দরজার সামনে রাখা হয়েছে। যাতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও বিচারবিভাগীয় সকল বিষয়সহ যেকোনো অভিযোগ ও পরামর্শ জমা দিতে পারবেন বিচারপ্রার্থীরা। সেই অভিযোগ বা পরামর্শ আমেলে নিয়ে তা নিষ্পত্তি করা হয়। এসব অভিযোগ এবং পরামর্শ গ্রহণ করে সেসব বিষয় দেখার জন্য বিচারপতি ছাড়াও অন্যান্য কর্মকর্তা রয়েছেন বলে জানান তিনি।সৈয়দ আমিরুল ইসলাম বলেন, সুপ্রিমকোর্ট ছাড়াও আমাদের বিচারঙ্গনে সকল সমস্যা দূর করার জন্য প্রতি সপ্তাহে এই বক্স খোলা হয় এবং ভিকটিমদের সমস্যা দূর করার বিষয়ে নিষ্পত্তি করার পদক্ষেপ গ্রহণ করা হয়। এই অভিযোগ-পরামর্শ বক্সে বিচারপ্রার্থী, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলকে সৃজনশীল ধ্যান-ধারণা এবং মূল্যবান মতামত প্রদান করতে অনুরোধ করা হয়েছে।তিনি আরো জানান, সারাদেশের অধস্তন আদালতসমূহে বিচারাধীন মামলার আধিক্য হ্রাস, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা পরিহার এবং সর্বোপরি দ্রুত বিচার নিস্পত্তির লক্ষ্যে সারাদেশের আদালতে কর্মরত সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণকে ছুটির দিনেও কর্মস্থলে অবস্থান করা এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে অবহিতকরণ ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রয়েছে।তিনি বলেন, সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যতালিকা আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে প্রদর্শন কার্যকর হবে। তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটকে আরো সমৃদ্ধকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য ও নিউজ এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে অনলাইনে (নিউজ আপডেট) দেয়া হচ্ছে। এর আগে ২০১১ সালে সুপ্রিমকোর্টের বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টদের কল্যাণে সুপ্রিমকোর্টের বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল। যাতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোন বিচারপতি অনিয়মে জড়িত থাকলে অভিযোগ অনুযায়ীয় তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। তখনও রেজিস্ট্রার কার্যালয়ের সমেন একটি অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করা হয়েছিল। এরপর প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দ্বায়িত্ব গ্রহণ করার পর আবার অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করা হয়।এফএইচ/এসএইচএস

Advertisement