জাতীয়

করোনা বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের ডিজি, আসছে ব্যতিক্রম

দেশে করোনাভাইরাস দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশ সময় থাকতে পারে। তাই দেশের করোনার চিত্র তুলে ধরতে স্বাস্থ্য বুলেটিনের পরিবেশনা, কে পরিবেশন করবেন এবং কীভাবে পরিবেশন করা হবে – এ বিষয়ে ব্যতিক্রম আসতে যাচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনা আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে আসা থেকে বিরত ছিলেন তিনি। সুস্থ হওয়ার পর তিনি আজই প্রথম হেলথ বুলেটিনে অংশ নেন।

শুরুতেই আবুল কালাম আজদ বলেন, ‘আপনারা অনেকে হয়তো জানেন, আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনারাও আমার জন্য দোয়া করেছেন। তাই আমি সুস্থ হয়ে বেশ কয়েক দিন হলো অফিসে যোগদান এবং কাজ করছি।’

বুলেটিনে ব্যতিক্রম আসার বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন আপনারা যে তথ্যের, পরিসংখ্যানের জন্য অপেক্ষা করেন, আমি অধ্যাপক নাসিমা সুলতানাকে অনুরোধ করবো যে, তিনি পরিসংখ্যানটা দেবেন। আমি আরও একটা জিনিস আপনাদের জানাতে চাই, যেহেতু বিষয়টি দুই থেকে তিন বছরের জন্য হতে যাচ্ছে, কাজেই আমাদের স্বাস্থ্য বুলেটিনের পরিবেশনা কে করবেন এবং কীভাবে পরিবেশন করবেন, এ বিষয়েও হয়তো ব্যতিক্রম আসবে। সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের আরও উদ্ভাবন করতে হবে। সেই ব্যবস্থাগুলোই আমরা প্রবর্তন করবো।’

Advertisement

পিডি/এএইচ/এমকেএইচ