সুইনু প্রু মারমা ও মাইনু মারমা- রাঙামাটির এই দুই বোন একসঙ্গেই দাপিয়েছেন ফুটবল মাঠ। দুই বছরের ছোট-বড় সুইনু ও মাইনু বাংলাদেশের নারী ফুটবলের পরিচিত মুখ।
Advertisement
২০০৫ থেকে টানা ৯ বছর নারী ফুটবল দলের মাঝমাঠের চালিকা শক্তি ছিলেন রাঙামাটির কাউখালির সুইনু ও মাইনু। তাদের মধ্যে বড় সুইনু নতুন ভূমিকা নিয়ে আবার ফিরেছেন জাতীয় দলের সঙ্গে।
হেড অব উইমেনস ফুটবল উইংস হিসেবে গত ১ এপ্রিল বাফুফেতে চাকরি নিয়েছেন বাংলাদেশ আনসারের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলা এই মিডফিল্ডার। বাফুফেতে যোগ দেয়ার পরপরই অবশ্য করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় সবকিছু। তাই এখন গাজীপুরে স্বামী-সন্তান নিয়ে সময় কাটাচ্ছেন নারী জাতীয় ফুটবল দলের সাবেক এই তারকা।
২০১৪ সালে জাতীয় দল থেকে অবসর নেয়ার পরই সংসার জীবন শুরু করেন সুইনু প্রু মারমা। বিয়ে করেছেন ক্রীড়াঙ্গনেরই পরিচিত মুখ আরচারি কোচ মো. সাজ্জাদ হোসেনকে। বছর পাঁচেক আগে কন্যা সন্তানের মা হয়েছেন সুইনু। কন্যা আসফিয়া বিনতে সাজ্জাদকে নিয়েই করোনাকালের সময়টা পার করছেন এই ক্রীড়াবিদ দম্পতি।
Advertisement
সুইনু প্রু মারমারা চার ভাই-বোন। এর মধ্যে সুইনু ও মাইনুই খেলার সঙ্গে জড়িত। নতুন দায়িত্ব প্রসঙ্গে সুইনু প্রু মারমা বলেন, ‘আমি জাতীয় দলে খেলেছি। এখন সেই জাতীয় দলের সঙ্গেই কাজ করব। ঐসময় দায়িত্ব ছিল মাঠে, এখন মাঠের বাইরে। ফুটবলের জন্য কাজ করতে এবং ফুটবলের সঙ্গে থাকার ইচ্ছে থেকেই এ দায়িত্বটা নিয়েছি। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আশা করি, সবার সহযোগিতা নিয়ে নতুন এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।’
আরআই/এসএএস/পিআর