দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী ২০১৭ সালের পূর্বেই মতলব সেতুটির (মায়া সেতু) নির্মাণ কাজ সম্পন্ন হবে। সেতুটি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। মতলববাসীর দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হবে। তিনি বলেন, সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন। এ সময় এলাকাবাসীকে সেতুর নির্মাণ কাজে সহযোগিতা কারার আহ্বান জানান তিনি।শুক্রবার বেলা ১১টায় চাঁদপুরের মতলবে মায়া সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর ছেলে ও আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, সড়ক ও জনপদ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. নুরন্নবী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল প্রমুখ।উল্লেখ্য, সড়ক ও জনপদ অধিদফতরের বাস্তবায়নে রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মতলব সেতু (মায়া সেতুটি) প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। সেতুটির দৈর্ঘ্য ৩০৪ মিটার।ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি
Advertisement