জাতীয়

ঢামেক করোনা ইউনিটে একদিনে ১৫ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে এদের কেউই করোনা পজিটিভ ছিলেন না। ঢামেক হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য জানা যায়।

Advertisement

সূত্র জানায়, বুধবার রাত ১১টা পর্যন্ত মোট ১৫ জন মারা গেছেন। তবে কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি। ১৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩০৫ জন।

একই সময়ে নতুন করে আরও চার হাজার আটজনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে।

Advertisement

বুধবার (১৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

বিএ