কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডেক্সামেথাসন ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরব।
Advertisement
বুধবার (১৭ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়।
সৌদির বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদে বলা হয়, ডেক্সামেথাসন ওষুধটি কোভিড-১৯ রোগীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রটোকলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Advertisement
করোনা রোগীদের যাদের অক্সিজেনের প্রয়োজন হয় এবং বিশেষত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন, তাদের ওপর এ ওষুধ প্রয়োগ করা হবে।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ‘জীবনরক্ষাকারী প্রথম ওষুধ’ ডেক্সামেথাসন ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য।
গবেষকরা জানিয়েছেন, অত্যন্ত সস্তা ও সহজলভ্য এ ওষুধটি প্রয়োগে অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদেরও প্রাণরক্ষা সম্ভব।
মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশের পরপরই ব্যাপক হারে ডেক্সামেথাসন ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস।
Advertisement
বিএ