খুলনায় একদিনে রেকর্ড ১০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯৭ জনই খুলনা জেলা ও মহানগরীর। নগরীর প্রায় সব এলাকাতে এখন করোনা আক্রান্ত রোগী রয়েছে। ফলে নগরীর ১৪টি এলাকা রেড জোন করার পদক্ষেপ নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
Advertisement
বুধবার (১৭ জুন) খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে বাগেরহাটের দুইজন, যশোরের দুইজন এবং নড়াইলের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৭০টি। এদের মধ্যে মোট ১০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৯৭ জন খুলনার। বাকিদের মধ্যে বাগেরহাট জেলার দুইজন রয়েছেন, যাদের বর্তমান ঠিকানা খুলনা। এছাড়া যশোর জেলার দুইজন ও নড়াইল জেলার একজন রয়েছেন।
খুলনার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটিই সর্বোচ্চ। খুমেকের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়ার দিক থেকেও এটি সর্বোচ্চ।
Advertisement
এর আগে গতকাল মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত হয়। যার সবাই খুলনা মহানগরী ও জেলার। সোমবার খুলনায় ৪২ জনের এবং গত শনিবার ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে এখন পর্যন্ত ৫৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
আলমগীর হান্নান/এএম /পিআর